চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিকের এবারও সভাপতি জুয়েল

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৪:২৩:৩১ এম

নূরুল হক, মণিরামপুর : মণিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মামুন অর রশিদ জুয়েল। এ নিয়ে তিনি তৃতীয় বারের মত এ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর ২০ জানুয়ারি সাক্ষরিত এক পত্রে এবং একই তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর ওয়েব সাইডে প্রকাশিত মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ অনুযায়ী চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের এ নিয়মিত ম্যানেজিং কমিটি অনুমোদিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দীন মুন্না জানান, গত ৩০ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্ব সম্মতিক্রমে প্রভাষক মোঃ মামুন অর রশিদ জুয়েল সভাপতি নির্বাচিত হন। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, ম্যানেজিং কমিটির উপস্থিত ৮ সদস্যের মধ্যে সকলেই  প্রভাষক মোঃ মামুন অর রশিদ জুয়েলকে সমর্থন করেন। ৮ সদস্যের সর্ব সম্মতিক্রমে ধারা অনুসারে তাকে সভাপতি ঘোষণা করা হয়। সভাপতি প্রভাষক মোঃ মামুন অর রশিদ জুয়েল নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী ২বছর চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

কমিটির অন্যান্য সদস্য হলেন সদস্য সচীব প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দীন মুন্না, দাতা সদস্য মোঃ বছির বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি শংকর কুমার রায়, মোঃ সহিদুল ইসলাম, জাহানার খাতুন, অভিভাবক সদস্য মোঃ আতিয়ার রহমান, শহিদুল ইসলাম লাল্টু, নাজির হোসেন, সুবোধ দাস, ছায়া দাস।