মাগুরায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, ছেয়ে গেছে পোস্টারে

এখন সময়: মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০৮:৪৯:৫৩ পিএম

 

মাগুরা প্রতিনিধি : আগামী ৮ মে মাগুরা সদর উপজেলার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সদরের ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। প্রতীক পেয়ে প্রার্থীরা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যে পোস্টার টানিয়েছেন। শহরের এমআররোড, সৈয়দ আতর আলী রোড, কেশব মোড়, নতুন বাজার, জামরুলতলা, ঢাকা রোড, ভায়না মোড় ও আছাদুজ্জামান সড়কে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচনী বিধি মোতাবেক শহরে ২টার চলছে মাইকিং। পাড়া-মহল্লা, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ সদরের বিভিন্ন ইউনিয়নে চলছে প্রার্থীর মাইকিং। তীব্র গরমের কারণে অনেক প্রার্থী ঠিকমতো গণসংযোগ করতে পারছেন না। সকাল থেকে রাত অবধি পর্যন্ত চলছে তাপদাহ। আর এ তাপদাহের কারণে প্রচার ও গণসংযোগে চলছে ভাটা। তীব্র এ গরমের কারণে অনেক প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায়, পাড়া, মহল্লায় কেউই বের হতে চাইছেন না। তবুও অনেক প্রার্থী গরম উপেক্ষা করে চালাচ্ছেন গণসংযোগ।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আপেল মাহমুদ জানান, প্রতীক বরাদ্দের পর থেকে নিজ এলাকায় কাজ শুরু করেছি। এখন খুবই গরম পড়ছে তাই কাজ করতে কষ্ট হচ্ছে। তবুও আমার লোকজন গরম উপেক্ষা করে পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় কাজ করছে। এ তাপপ্রবাহ যদি বাড়তে থাকে তবে আমাদের প্রচার-প্রচারণায় ভাটা পড়বে। গরমের কারণে আমরা এখন খুব সকালে বের হচ্ছি। আবার বিকালে তাপপ্রবাহ কমে গেলে কাজ শুরু করছি।

মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রোজী জানান, গরম বেড়ে যাওয়ার কারণে আমার লোকজন বের হতে পারছে না। গরম অপেক্ষা করে খুব সকালে ও রাতে বের হচ্ছি। এভাবে চলতে থাকলে নির্বাচন পর্যন্ত কাজ করতে সমস্যা হবে।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজমুন নাহার রত্না জানান, শুনেছি আগামী  ৮মে সদর উপজেলার ভোট। এ ভোটে আমি একজন ভোটার হিসেবে ভোট প্রদান করবো। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী আমার বাড়িতে ভোট চাইতে আসেনি। ভোট আমার নাগরিক অধিকার। তাই এবার দেখে শুনে যোগ্য প্রাথীতে ভোট দেব।

পৌরসভার পারনান্দুয়ালী এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার কলেজ শিক্ষক আবু সেলিম জানান, প্রার্থীদের মাইকিং তেমন শোনা যাচ্ছে না। কোনো প্রার্থী এখন পর্যন্ত ভোট প্রার্থনা করতে আসেনি। এ সদর উপজেলার ভোট গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা পড়েছে। গরমের কারণে কোনো প্রার্থীরও পক্ষে কেউ বের হচ্ছে না।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোটার মুজাহিদ বলেন, আমার বাড়ি শিবরামপুর গ্রামে। এ গ্রামে অনেক ভোটার রয়েছে। একজন মহিলা প্রার্থী ভোট চাইতে এসেছিল। তারপর আর কোন প্রার্থী এখন পর্যন্ত আসেনি। ভোট আমার নাগরিক অধিকার। গরমের কারণে সম্ভবত কোনো প্রার্থী ভোট চাইতে বের হচ্ছে না। গরমের কারণে প্রার্থীদের গণসংযোগ কমে যাচ্ছে।