কালীগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০২:৫৬:০০ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মুখে মাস্ক না থাকা ও করোনার স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে ৬ মামলায় ৪ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কোভিড-১৯ এর বিস্তার রোধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন জোরদার করতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ শহরের মুধুগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ করা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ জানায়, ভ্রাম্যমাণ আদালত  পরিচালনাকালীন মুখে মাস্ক না থাকায় ও করোনা মহামারির স্বাস্থ্যবিধি না মানায় পথচারীদের ৬ মামলায় ৪ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়। সেই সাথে তিনি সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

তিনি আরো বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে এ অভিযান আরো জোরদার এবং অব?্যাহত থাকবে। এজন্য ঘরের বাইরে বের হলে সবাইকে মুখে মাস্ক পরাসহ সরকারি সকল স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে চলার আহবান জানায়। এ অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।