যশোরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৪:৩৯:১৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে নতুন করে আরও ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩৩ টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়।  এই নিয়ে মঙ্গলবার পর্যন্ত জেলায় ২২ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হলেন। 

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকতর্যা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৫৯ টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৪ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, জেনোম সেন্টারে যশোর জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জন পজেটিভ ও ৫০ জনের ফলাফল নেগেটিভ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত যশোর জেলায় ২২ হাজার ১৬০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১ জন।