মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আরো ২১ জন আটক

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৮:৪৯:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর: অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশু ও পুরুষসহ ২১ জনকে আটক করেছে বিজিবি’র সদস্যরা।মঙ্গলবার ভোর রাতে মহেশপুরের মাঠিলা সীমান্তের মাঠ থেকে তাদেরকে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে। আটক কৃতদের মধ্যে নারী ১২ জন, শিশু ৫ জন ও পুরুষ ৪ জন রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, মঙ্গলবার ভোর রাতে মহেশপুরের মাঠিলা সীমান্তের মাঠ দিয়ে ভারতে যাওয়ার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের টহল দল নড়াইল জেলার সজীব শেখ (৩৪), আমেনা খাতুন (২৮), আরোবী (০৬ মাস), ঈশীতা (২২), দিপংকর সরকার (২১), গোপালগঞ্জ জেলার সোহরাব মন্ডল (৩৩), যশোর জেলার রাকিবুল সরদার(৩০), নাজমা বিবি (২৩),নাছিমা খাতুন (২৮),রাবিয়া খাতুন (৩৮), সাতক্ষীরা জেলার পারুল খাতুন(৪০), আফশীন, (০১), আফরীন (০৩), জাহিদা বেগম (৩২), রিহান (০৮) লাবনী খাতুন(১৩), তানজীলা বেগম, (৩৬),বকুল বেগম (৪০), জাহানারা খাতুন (৩৮), সালমা খাতুন (৩৫), বগুড়া জেলার সোহাগী খাতুনকে (২৭) আটক করে। আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। 

আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করেছে  বিজিবি বলে জানান মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।