ডা. মুরাদ ও নাহিদের নামে সাতক্ষীরায় মামলা

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৮:১৪:৫৬ এম

সাতক্ষীরা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ  হাসান ও  উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নং ১ এ মামলাটি দায়ের করেন বিএনপি নেতা সৈয়দ এখলেচার আলী বাচ্চুু।

মামলায় বাদী উল্লেখ করেছেন, এক নম্বর আসামি সাক্ষাৎকার প্রদানকালে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যে কোনো নারীর মর্যাদা হানীকর ভাষা ব্যবহার করেন। বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ। বিচারক মো: হুমায়ুন কবীর মামলাটি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে আদালতে জানিয়েছেন।

মামলার বাদী সাতক্ষীরা সদরের রাধানগর গ্রামের মৃত অ্যাডভোকেট সৈয়দ রোহেল হকের ছেলে অ্যাডভোকেট এখলেচার আলী বাচ্চুু বিষয়টি নিশ্চিত করেছেন।