শরণখোলায় ১৬ কেজি ওজনের অজগর উদ্ধার

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:২৭:৪৮ এম

# আক্রমণের শিকার মাদ্রাসাছাত্র
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে ১১ ফুট লম্বা ও প্রায় ১৬ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার জিলবুনিয়া গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় বনবিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে। এ সময় ওমর (১৫) নামের এক মাদ্রাসা পড়–য়া ছাত্র সাপটির আক্রমণের শিকার হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, উপজেলার জিলবুনিয়া গ্রামের লোকজন ক্ষেতে ধান কাটতে গিয়ে অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগের সহায়তায় সাপটি উদ্ধার করে। এ সময় ওই গ্রামের কৃষক ইয়াসিন হাওলাদের মাদ্রাসা পড়ুয়া ছেলে ওমর সাপটির কাছাকাছি চলে আসলে তার বাম পায়ে কামড় দিলে সে আহত হয়। ওমরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারকৃত অজগরটিকে শরণখোলা ষ্টেশনের বনরক্ষীদের সহায়তায় অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।