নৌকা প্রতীকের প্রার্থীদের প্রতিটি বাড়িতে ভোট চাইতে যেতে হবে: শেখ আফিল উদ্দিন এমপি

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৮:৩১:৫১ এম

ইয়ানূর রহমান,শার্শা: যশোর-১ (শার্শা) সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের অবশ্যই প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে। একই সাথে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। অনেকে বিগত দিনসহ বর্তমানেও চেয়ারম্যান রয়েছেন। আপনারা তো জনগণের সুখ দুঃখের সাথে মিশে রয়েছেন। আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করছে আগামী দিনের সরকার।

মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে বিশেষ এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অবশ্যই আপনাদেরকে নির্বাচনে জয়ী হতে হবে। ভোটাররা চায় তাদের সুখে দুখে আপনারা তাদের পাশে থাকবেন। আর এ সুযোগ একমাত্র আপনাদেরই রয়েছে। কারণ তৃণমুলের রাজনীতির সাথে আপনারাই জড়িয়ে রয়েছেন ওতপ্রতভাবে। আপনারা তৃণমূলের জনপ্রতিনিধি।

বিশেষ এ বর্ধিত সভার সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান ওহিদ, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

বর্ধিতসভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রাপ্তদের হাতে মনোনয়নপত্র তুলে দেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

এ সময় যে সব প্রার্থী উপস্থিত ছিলেন তারা হলেন, শার্শার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, বাহাদুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুল প্রমুখ।