Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে আনসার আল ইসলামের ৫ সদস্যের বিরুদ্ধে র‌্যাবের চার্জশিট

এখন সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:৫৮:৫৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরের সন্ত্রাস দমন আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলামের ৫ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে যশোরের র‌্যাব। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ সিপিসি-৩ ক্যাম্পের এসআই মিহির কান্তি হালদার।
অভিযুক্ত আসামিরা হলো,মণিরামপুরের টুনিয়াঘরা গ্রামের রজব আলীর ছেলে করেরাইল গ্রামের আব্দুর রশীদের ছেলে আব্দুল্লাহ আল গালীব, সদরের রামনগর পুকুরকুল গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে নাদির হোসেন, কচুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে জাফর হোসেন ওরফে শিমুল খান ও নড়াইল সদরের উজিরপুর গ্রামের নূর আহম্মদের ছেলে ইসামা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৫ সেপ্টেম্বর রাতে যশোরের র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে টুনিয়াঘরা গ্রামের রজব আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় রজব আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে শেখ মেহাম্মদ আলীসহ তার তিন সহযোগীগে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের র‌্যাব-৬ সিপিসি-৩ ডিএডি রিপন শিকদার বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে আটক ৪ জনকে মণিরামপুর থানায় সোপর্দ করেন। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপর সদস্য ওসামাকে আটক করে পুলিশ। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে র‌্যাব-৬ তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জনকে আটক দেখানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)