আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আঘাতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের ক্যাশিয়ার মুস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তি। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।