Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোস্টগার্ডের মাধ্যমে ভারতে গেলো ২৩ জেলে, বাংলাদেশে এলো ১২৮

এখন সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি , ২০২৬, ১০:৪০:৩৯ পিএম

ম.ম.রবি ডাকুয়া, মোংলা : বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ১২৮ জেলে। দেশের ১২৮ জেলেকে শুক্রবার বিকেলে মোংলার কোস্টগার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকেলে কোস্টগার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।
অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে।
পরবর্তীতে শুক্রবার বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলায় কোস্ট গার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯ দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)