এম আলমগীর, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজ হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ পৌর সদরের কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার হায়াতুল ইসলামের ছেলে। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী জুহিন আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পারভেজ ব্যটারি চালিত ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার নিখোঁজের খবর শুনে অনেকেই ছবিসহ ফেইসবুকে নিখোঁজ সংবাদ প্রচার করেছিল। তার সাথে থাকা ভ্যানের জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচাজ শাহজালাল আলম জানান, নিহত পারভেজের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।