মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের মুন্সিপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সকাল ৬টা ১৫ মিনিটে যৌথবাহিনী আড়পাড়া গ্রামের মুন্সিপাড়া থেকে মুন্সি মনিরুজ্জামান চকলেট (৪৮) এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ভাই মুন্সি নয়নুজ্জামান নয়ন (৪০)-কে আটক করে। তারা উভয়ই মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে।
অভিযানে আটককৃতরা শালিখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়নুজ্জামান নয়ন মুন্সীর হেফাজত থেকে একটি সচল পিস্তল (ফায়ারিং পিনসহ), তিন রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, একটি ধারালো চায়না চাকু, একটি পুরাতন দেশীয় বড় ছুরি, দুটি গাছি দা, একটি চায়না টিপ চাকু এবং একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু আটককৃতদের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাদের দুজনকে আটক করেছে। বিষয়টি সন্দেহ প্রবণ উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা করে সকাল ৬টা ১৫ মিনিটে জব্দ করা হয়। অভিযানে শালিখা থানার এসআই (নিঃ) আব্দুল মোত্তালি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাদেরকে শালিখা থানায় হস্তান্তর করা হয়।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবু সাঈদ বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে শালিখা থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।