Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সদর ইউনিয়নের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা

এখন সময়: বুধবার, ২৮ জানুয়ারি , ২০২৬, ১১:১৮:৩৮ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের দোরমুঠিয়া ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোরমটিয়া মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর সভার মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার রিজাউদ্দৌলা নিজাম, সাবেক যুবদলের নেতা আবু নঈম, হাফিজুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক আজিজুর রহমান বিপুল প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)