Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির প্রার্থী সোমনাথ দে’র মতবিনিময়

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০২:৫৩:২৭ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনিত প্রার্থী বাবু সোমনাথ দে। বুধবার দুপুরে মোরেলগঞ্জে নির্বাচনী প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন পরিকল্পনা এবং আগামীর বাংলাদেশ গঠনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় বিএনপির প্রার্থী বাবু সোমনাথ দে বলেন-মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি মুক্তিযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)