Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জামায়াত প্রার্থী মোক্তার আলীর গণসংযোগ

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ০৬:১২:১০ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জামায়াতে ইসলাম ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে কেশবপুরে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমেন দক্ষতাবৃদ্ধি করে তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দক্ষ যুবকদের হাত দিয়ে সমৃদ্ধশালী কেশবপুর উপজেলা হিসাবে গড়ে উঠবে। যশোর-৬ কেশবপুর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী উপজেলার ত্রিমোহীনি ইউনিয়নে বরনডালি মীরের ডাঙ্গা এলাকায় গণসংযোগে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি শনিবার সকালে দুপুর ওই এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, সেক্রেটারী মোঃ সিরাজুল ইসলাম, ত্রিমোহীনি ইউনিয়ন পরিষদের সদস্য মাস্টার মোঃ শহিদুল ইসলাম, মাওলানা আলফাজুর রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)