খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদানকারী নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উপাচার্য বলেন, নবীন শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর। খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশনের জন্য ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করা হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত আবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত রাখতে হবে। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক; তাই কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকার সুযোগ নেই। শিক্ষাদান, গবেষণা ও একাডেমিক শৃঙ্খলার সবক্ষেত্রে উৎকর্ষ অর্জনই হওয়া উচিত আমাদের লক্ষ্য। পরে উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করেন।