নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি প্রয়াত চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শোক ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে মানবিক, গণতান্ত্রিক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সে কারণে তিনি আমৃত্যু পর্যন্ত দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করেছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এই দেশ আমাদের, দেশ রক্ষার দায়িত্বও আমাদের। আমাদের বয়স হয়েছে, আমরা একটা সময় পার করে এসেছি। বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ দর্শনকে ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করবো। আগামী প্রজন্মের জন্য দেশকে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। আসুন সকলে মিলে দেশকে নতুন ভাবে গড়ে তুলি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখি। শোক সভায় সভাপতিত্ব করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। পরে গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চেয়ারম্যান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এস এম নূরুল হক, বিএনপি নেতা আবু সাঈদ, আব্দুল হালিম মাস্টার, আব্দুস সোবহান সরদার, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, বালিয়াভেকুটিয়া মসজিদের ইমাম মশিয়ার রহমান,পাকদিয়া পুজা মন্দির কমিটির সভাপতি ঠাকুর দাস, মালঞ্চি মসজিদের ইমাম আব্দুর রউফ, মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। শোকসভা পরিচালনা করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।