কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে হাসানপুর বাজারে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ। এসময়ে আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিকী, হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মিলন, উপজেলা ছাত্র দলের আহবায়ক আজিজুর রহমান বিপুল, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।