সিরাজুল ইসলাম, কেশবপুর : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী গ্রামের অবস্থিত বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে। একই ভাবে উপজেলার শ্রেণী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মাদ্রাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী রুকায়া রুকু রিপা। এ গৌরবজনক অর্জনে এলাকাবাসীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শৃঙ্খলাবোধ, নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রমে সাফল্য এবং সার্বিক ব্যবস্থাপনায় উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে মাদ্রাসাটিকে এই সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খালেক সহ অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” এ সময় বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন মাদ্রাসাটিকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে। এই মহিলা দাখিল মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর তৈরী করে নিরাপদ বেষ্টনী রয়েছে।