শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী সোমনাথ দে। মঙ্গলবার শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচ তলায় কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাগেরহাট জেলা কমিটির সদস্য খান মতিয়ার রহমান, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার।