সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত তখন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে শীতের জন্য কম্বল নিয়ে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। সরকারি দপ্তরের চার দেয়ালের বাইরে বেরিয়ে গভীর রাতে তিনি নিজ হাতে পৌঁছে দিয়েছেন উষ্ণতার পরশ। শীতার্ত অসহায়দের মাঝে উষ্ণতার জন্য কম্বল বিতরণ করেছেন। সোমবার দিবাগত গভীর রাতে ছিন্নমূল শীতার্ত মানুষেরা যখন কাতর সেই সময়ে নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কনকনে ঠাণ্ডায় রাস্তার পাশে যারা আশ্রয় নিয়েছেন, তাদের গায়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দেন তিনি। রাস্তার ধারের মানুষের পাশাপাশি ইউএনও’র এই মানবিক কাফেলা ছুটে যায় স্থানীয় উপজেলা সরকারি হাসপাতাল ও বেশ কয়েকটি এতিমখানায়। হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ রোগী এবং এতিমখানার কোমলমতি শিশুদের হাতে তিনি শীতবস্ত্র তুলে দেন। মাঝরাতে হঠাৎ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে শীতার্তরা। এসময়ে নির্বাহী অফিসার রেকসোনা খাতুন দৈনিক স্পন্দনকে বলেন এই এলাকায় চলমান শৈত্য প্রবাহের কারণে “শীতের রাতে যারা ঠিকমতো ঘুমাতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।