Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর : ডিসি, যশোর

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৪:২১:০৫ পিএম

রাকিব হোসেন, বাঘারপাড়া : যশোরের নবাগত জেলা প্রশাসক আশেক হাসান বলেছেন, আগে যা যা হয়েছে সব ভুলে যেতে হবে। আমরা শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিব। আমাদের এই মুহূর্তে বড় দায়িত্ব নির্বাচন। নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর বাঘারপাড়ায় ক্যাম্প হবে। ফ্যাসিজম এবারে উপড়ানো কঠিন। তবে আমরা কাজ করছি সফল হবো। আমরা নির্বাচনকে অবাক সুষ্ঠু নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর। একসময় বাঘারপাড়ার ইউএনও ছিলাম। তা এখানকার জন্য কাজ করতে পারলে ভালো লাগবে। বাঘারপাড়া হাসপাতাল, খাদ্য গুদাম, সরকারী পাইলট স্কুল, ডিসি ইকোপার্ক, পৌর পার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিষয়ে পর্যায়ক্রমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় সুধীজনের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রোববার সকাল সাড়ে এগারোটায় তিনি বাঘারপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার তাকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামায়েতী ইসলামির আমির রফিকুল ইসলাম, বাঘারপাড়া এনসিপির যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন জনি, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি মশিউল আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘারপাড়া সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শামসুল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান, কৃষি কর্মকর্তা ছায়েদা নাসরীন জাহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভা শেষে এডিবির আওতায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশেক হাসান।
এরপর বাঘারপাড়া শিশুকলি মডেল স্কুলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি জেলা প্রশাসক আশেক হাসান ও প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ ফারজানা আশেক স্কুলের অভিভাবক শেডের উদ্বোধন করেন। নামায শেষে যোগ দেন স্কুলের বার্ষিক পরীক্ষার পুরষ্কার বিতরণী অভিভাবক সমাবেশ গণভোট বিষয়ক মতবিনিময় সভায়। প্রধান অতিথির আগমনে স্কুল মাঠ প্রাঙ্গণে গান পরিবেশন করেন বাঘারপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশেক হাসান। বক্তব্যকালে তিনি স্কুলের প্রতিষ্ঠাকালীন নানা স্মৃতিচারণ ও এলাকার মানুষের সহযোগিতার কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপত্নী ফারাজানা আশেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুকলি মডেল স্কুলের অধ্যক্ষ ইমামুল কবীর। পরে বাঘারপাড়া ডিসি ইকোপার্ক পরিদর্শনে যান। কিভাবে এই পার্কের আগামীতে আরো উন্নয়ন করা যায় তা তিনি সেটা করবেন বলে উপস্থিত সকলের মাঝে ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)