Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদকসেবী বাবার ছুরিকাঘাতে ছেলে জখম

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৭:৫২:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে মাদকসেবী বাবার ছুরিকাঘাতে ছেলে সজীব শেখ (২৫) জখম হয়েছেন। রোববার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত সজীব শেখ সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সজীব শেখ জানান, তার বাবা তরিকুল ইসলাম একজন মাদকসেবী। রোববার সকালে তাকে মাদক সেবন করতে নিষেধ করায় উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় বাবা ক্ষুব্ধ হয়ে তার বুকের ডান পাশে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে সজীব শেখের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)