ক্রীড়া প্রতিবেদক : ৫৪ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উপশহর ও হাশিমপুর সাবজোনের রোববারের খেলা সম্পন্ন হয়েছে। উপশহর সাবজোনে-বালিকা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ডে মডেল স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ হয় যশোর জিলা স্কুল। বালিকা ব্যাডমিন্টনে এককে চ্যাম্পিয়ন যশোর শিক্ষা বোর্ডে মডেল স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বালক বিভাগে (একক ও দ্বৈত) চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুল এবং রানার্স আপ যশোর শিক্ষা বোর্ডে মডেল স্কুল এন্ড কলেজ। ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ন আদর্শ বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ পুলিশ লাইন স্কুল। বালক বিভাগে চ্যাম্পিয়ন নিউটউন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট। এদিকে, হাশিমপুর সাবজোনে-বালক ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) চ্যাম্পিয়ন ফুলবাড়ি সিদ্দিক আওরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ হয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়।