প্রেসবিজ্ঞপ্তি : যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য সকালের সময়’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান পাভেলের পিতা জয়েন উদ্দিন খোকন (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বাদ জোহর উপশহর এ ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উপশহর কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
একইসাথে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।