কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ওই গ্রন্থাগার চত্বরে আলোচনা সভা শেষে উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিটা বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাবিলপুর প্রাথমিক বিদ্যালয়, বুড়িহাটি প্রাথমিক বিদ্যালয়, হাসানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসানপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র ছাত্রীদের ১হাজার করে টাকা ও বই বৈদ্যনাথ স্মৃতি পরিষদের সনদ প্রদান করা হয়।
এ উপলক্ষে হাসানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বৈদ্যনাথ স্মৃতি পরিষদের পরিচালক রীতা ব্রক্ষ্মের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টিটা বাজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম, কাকিলাখালি সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পুতুল রানী দাস, অভিভাবক সদস্য কামরুজ্জামান প্রমুখসহ অনেকে।