Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বেতীখোলা প্রাথমিকের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা

এখন সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি , ২০২৬, ০৪:৪৩:৫৮ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাকরি জীবনের শেষ দিনে প্রধান শিক্ষকের ব্যতিক্রমী বিদায় দিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী, চাকরিজীবনের শেষ দিনে ফুলে সাজানো গাড়িতে ঘোরানো হলো নিজ গ্রাম। দেওয়া হলো বিদায় সংবর্ধনা।
শহিদুল ইসলাম ছিলেন উপজেলার বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার ছিলো দীর্ঘ কর্মময় জীবন থেকে বিদায় নেন তিনি। এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। কেশবপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নব কুৃমার মন্ডলের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক মেম্বার এম এ মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যশোর সদর উপজেলার উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফান আলী, খুলনা আঞ্চলিক অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, রমজান আলী, জিয়াউর রহমান, শাহ আলম, রনি, হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-কুলসুম আক্তার, বিকাশ দেবনাথ, ফতেমা খাতুন, চন্দ্রিমা সরকার, চন্দন দেবনাথসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়- প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ক্রেস্ট প্রদানসহ এলাকাবাসী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)