কলারোয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেবুন নাহারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন, বিএনপির পক্ষে কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন প্রমুখ।