কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, সংস্থার পরিচালক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুর রহিম, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময়ে উপস্থিত ছিলেন। এসময়ে শীতার্ত অসহায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।