Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই: সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল

এখন সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি , ২০২৬, ০৪:৪৩:৫৯ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘২৫ ডিসেম্বরের পরে নির্বাচন না হওয়ার আর কোনো সংশয়ের জায়গা নেই। যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে চান তাদের কাছে আগামী নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং এই নির্বাচনের কোনো বিকল্প নেই।’
রোববার (২৮ ডিসেম্বর) বিকালে শৈলকুপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম অঙ্গীকার বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা। শিক্ষা, নারীদের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এই সবকিছুর জন্য কাজ করবো।
আইনের শাসন নিশ্চিত করা সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দমতো ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গিকার।’
সদ্য সাবেক এই অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আপনারা দেখেছেন ইতিমধ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায় রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এবং সেই সংগ্রামে আমি বিজয়ী হয়েছি। এখন প্রতি ৫ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই পরিবেশ আমরা আইনসংগতভাবেই নিশ্চিত করেছি।’
তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে সুশাসন ও ন্যায়বিচারের পক্ষে, আইনের শাসনের পক্ষে, গণতন্ত্র-মানবাধিকারের পক্ষে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা নিরন্তন সংগ্রাম করেছি এবং করবো।’
এর আগে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের কাছে মনোনয়নত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান। এসময় ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারী মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)