Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

এখন সময়: বুধবার, ২৪ ডিসেম্বর , ২০২৫, ১১:২৬:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক : সিভিল সার্জন অফিসের মাধ্যমে হাসপাতালে চাকরি দেয়ার নামে ৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মণিরামপুরের কাজল বিশ্বাসের নামে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর শহরের শংকরপুর ইছাহাক সড়কের বাসিন্দা আমীর আলীর ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। কাজল বিশ্বাস মণিরামপুরের বাকোশপোল গ্রামের মৃত সন্তোষ বিশ্বাসের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে- কাজল বিশ্বাস অর্থ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আউটসোসিং এর মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কাজল বিশ্বাস চাকরি দেয়। বিষয়টি জানতে পেরে তারই পূর্বপরিচিত স্কুল শিক্ষক সাইফুল ইসলাম তার ভাই-বোন ও ভাইপোসহ ৪ জনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেয়ার প্রস্তাব নেন। কাজল বিশ্বাস তাদের চাকরি দিতে ২০২২ সালের ২৬ আগস্ট থেকে ২৩ সালের ২২ জুনের মধ্যে ৮ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে কাজল বিশ্বাস ওই চারজনকে নিয়োগপত্র দিয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে বলেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেন আগেই এ পদে লোক নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তীতে কাজল বিশ্বাসের কাছে টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)