মণিরামপুর (যশোর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরবিচ্ছিন্ন ও উৎসবমুখর করতে যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসিক্যামেরা (আইপি) স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে উদ্বুদ্ধকরণে বুধবার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সম্রাট হোসেন এ ঘোষণা দেন।
সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল, থানার অফিসার ইনচার্জ(ওসি) রজিউল্লাহ খান, নির্বাচন অফিসার কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী জয়নাল আবেদীন টিপু, এনসিপির প্রার্থী আহাদ হোসাইন, গণঅধিকারের প্রার্থী আশিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, মহিউল ইসলাম, আহসান হাবিব লিটন, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু প্রমুখ। সভায় সহকারী রিটার্নিং অফিসার সম্রাট হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন-যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর।