ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় বিশাল জয় পেয়েছে যশোর জেলা দল। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর ১৭৮ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাগেরহাট জেলা দলকে। যশোর জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮২ রান করে। এ রানের মধ্যে মুবতাসিম সাদিক ৬৩, আরিফুজ্জামান অপরাজিত ৬১, মাহিনুর রহমান মাহিন ৪২, কাবিদ আল সীয়াম ৩৮ ও ফারহান সিদ্দীক অপরাজিত ৩০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৬ রান। বাগেরহাট জেলা দলের আলিফ ৫৪ রানে ২ টি উইকেট পান। জবাবে, ৩৪ ওভার এক বলে ১০৪ রানে গুটিয়ে যায় বাগেরহাট জেলা দলের ইনিংস। তাদের ইয়াসিন আরাফাত ৩১, আলিফ ১৭ ও মাহিন ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২০ রান। যশোর জেলা দলের আবির পাল, ফারহান সিদ্দীক, মুবতাসিম সাদিক, আরিফুজ্জামান ও কাবিদ আল সীয়াম প্রত্যেকে ২ টি করে উইকেপ পান। এর আগে যশোর নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধারে হেরে যায় সাতক্ষীরা জেলা দলের সাথে। যশোর আগামী ২৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মাগুরা জেলা দলের সাথে।