প্রেসবিজ্ঞপ্তি : কমরেড আবদুল হকের ৩০তম মৃত্যুবাার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় দড়াটানা শহীদ চত্ত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, কৃষক সংগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সদর থানা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড আহাদ আলী লস্কর, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, হোটেল রেস্তোরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের জেলা যুগ্ম-আহ্বায়ক ফরিদুল ইসলাম ও জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। এরআগে সকাল ৮ টায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে প্রয়াতের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ করে।