Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের ত্রৈমাসিক মাসিক সভা

এখন সময়: সোমবার, ২২ ডিসেম্বর , ২০২৫, ১১:৪৫:০৬ পিএম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফরমের উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রবাস বন্ধু ফরমের সভাপতি সহকারী অধ্যাপক নূরুল হকের সভাপতিত্বে সোমবার দুপুর ১২ টায় পৌরশহরের ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের যশোর জেলা এমআরএসসি কোঅর্ডিনেটর রবিউল ইসলাম রুবেল।
ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অর্থায়নে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্প বাস্তবায়নের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূণরেত্রীকরণের উপর উপজেলার প্রবাস বন্ধু ফোরামের কমিটির সদস্যদের নিয়ে এ কর্মশালায় ত্রৈমাসিত কাজের পর্যালোচনা, অগ্রগতি, মূল্যায়ন ও পরবর্তী ৩ মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
মণিরামপুর উপজেলা প্রোগ্রামার অর্গানাইজার সুজন দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বন্ধু ফরমের সম্পাদক মানবাধিকার কর্মী আলহাজ্জ্ব নজরুল ইসলাম, সহসভাপতি মোঃ ইজহার আলী সহসভাপতি, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)