নিজস্ব প্রতিবেদক : রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খান একই পরিবারের ৬ জন। কিন্তু সকালে অচেতন হয়ে ঘরে পড়ে ছিল। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। যশোরের মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ ৬ জনকে রোববার দুপুর ৩ টা ২২ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন বাহাদুরপুর গ্রামের সুভাষ দাস (৪০), তার স্ত্রী সখি দাস (৩৫), দুই ছেলে ইন্দ্রজিত দাস (২০) হৃদয় দাস (১৫), তারাপদ দাসের ছেলে রবিন দাস (৬০) ও দিলীপ দাসের ছেলে অজয় দাস (২০)।
সখি দাস জানান, শনিবার বাপের বাড়ি থেকে এক কেজি বাদুরের মাংস নিয়ে এসে রান্না করেন রাতে সবাই মিলে মাংস দিয়ে ভাত খান। রোববার বেলা ১২ টার দিকে চেতনা ফিরে আসলে দেখতে পান তিনি মণিরামপুর হাসপাতালে। পরে জানতে পারেন পরিবারের অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজনরা জানান, প্রতিবেশীরা তাদের ৬ জনকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বাদুরের মাংস খেয়ে নারীসহ ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।