অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তালসারী এলাকার একটি কাঁচা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামের মাইদি এলাকার মৃত মুনতাজ সরদারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার ভাঙাগেট লক্ষ্মীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় মোস্তাক খন্দকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের শোলাকুর বিলে খোকন মোড়লের একটি মৎস্যঘের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেন। শনিবার রাতে ঘেরের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ছলেমান বিশ্বাসের ঘের সংলগ্ন কাঁচা রাস্তার ওপর তিনি পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। প্রথমে মোস্তাক খন্দকার নামের এক ব্যক্তি রাস্তার ওপর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে শ্বাসকষ্ট বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।