Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভারত থেকে এলো ২১০ মেট্রিক টন পেঁয়াজ, কেজি ৪৩ টাকা

এখন সময়: রবিবার, ২১ ডিসেম্বর , ২০২৫, ১১:০৯:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে শনিবার (২০ ডিসেম্বর) ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে বাংলাদেশি টাকায় ৪২-৪৩। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে তিন দিনে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৭ ট্রাকে করে ২১০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
আমদানি করা পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান মেসার্স রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বলেন- দেশের বিভিন্ন এলাকার আমদানিকারকরা এসব পেঁয়াজ আমদানি করেছে। তিনি বলেন, প্রথম চালানে গত সোমবার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন, দ্বিতীয় চালানে বুধবার একটি ট্রাকে ৩০ মেট্রিক টন ও শনিবার সন্ধ্যায় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে সর্বশেষ এ বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ৪২-৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বাংলাদেশে প্রবেশের জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক ওপারের পেট্রোপোল বন্দরে অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)