নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এবং প্রেসক্লাব যশোরের সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যশোরের সাংবাদিক সমাজ। জয়ের ব্যাপারে যার যার অবস্থান থেকে কাজ করার আশ্বাস প্রদান করেছেন তারা। প্রেসক্লাব যশোরের সমন্বয়ে এবং সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার রাতে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা এমন আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবসহ সকল সাংবাদিক সংগঠনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ সদস্যবৃন্দসহ যশোরে কর্মরত সকল সাংবাদিক অংশ নেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা আগামী নির্বাচনে অনিন্দ্য ইসলাম অমিতের বিজয় নিশ্চিত করতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের রাজনৈতিক পরিচয় থাকলেও মূলত তিনি তাদের একজন সহকর্মী। এই কারণে শুধু সাংবাদিকরা নয়, বরং তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনরাও যেন অমিতের পাশে দাঁড়িয়ে তার বিজয় সুনিশ্চিত করেন সেই প্রত্যয় ব্যক্ত করে যশোরের সাংবাদিক সমাজ।
মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যের শুরুতে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র উত্তরণের কণ্টকাকীর্ণ পথে সাংবাদিকদের নিরবিচ্ছিন্ন সমর্থন দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সাংবাদিক বন্ধুরা ছায়ার মতো অনুসরণ করে আমার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। আমি ভুলে যাইনি চুড়ামনকাটি এবং হৈবতপুর ইউনিয়নের বিভীষিকাময় দিনের কথা। যে সময় গাড়ি থেকে নামার কিছু সময়ের মধ্যে সন্ত্রাসীরা আমাকে ঘিরে ধরেছিল। আমি নির্বাচনী প্রচারণা চালু রাখতে চাইলেও সাংবাদিক বন্ধুরা আমার নিরাপত্তা বিবেচনায় গাড়িতে তুলে শহরে নিয়ে আসেন। সেই নির্বাচনের দিন যশোর ইনস্টিটিউট কেন্দ্রে যখন আমাকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তখন সকল সাংবাদিক বন্ধু আমাকে উদ্ধার করেন। বারংবার যখন বিএনপির কার্যালয় থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দের বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে, তখনও সাংবাদিকরা ছুটে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন; সেই কথা আমি ভুলে যাইনি।’
তিনি বলেন, সাংবাদিকদের এই আয়োজন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। সাংবাদিক বন্ধুরা এই আয়োজন করেছেন, আর আমি সৌভাগ্যবশত তাদেরই একজন। রাজনৈতিক দর্শন কিংবা ধর্মীয় বিশ্বাসকে বিবেচনায় নিয়ে নয়, আপনাদের (সাংবাদিক) কমিউনিটির একজনকে বিবেচনায় নিয়ে এই আয়োজন করেছেন। আপনাদের লেখনীর বিষয়ে কোনো পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষতা বজায় রাখাই আপনাদের কাছে আমাদের কাম্য। আপনাদের ভাই এবং তরিকুল ইসলামের সন্তান হিসেবে এমন কোনো কাজ করব না যাতে করে আপনাদের মাথা হেট হয়ে যায়। আমি এই যশোরে জন্মেছি। যশোরের ঐতিহ্য ধারণ ও লালন করি। আমি বারংবার বলেছি, যশোরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।
আমি সৌভাগ্যবান, আমার দলের রাজনৈতিক সহকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংকীর্ণতা পরিহার করেছেন। আমরা প্রতিহিংসা চরিতার্থ করতে চাই না। কথা দিতে পারি, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ অর্পণ করে, ইনশাআল¬াহ যশোর তথা বাংলাদেশের কোনো প্রান্তে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ হবে না।
প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, টেলিগ্রাম পত্রিকার সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রতিদিনের কথার সম্পাদক সুন্দর সাহা, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, লেখক ও গবেষক বেনজীন খান, দৈনিক লোকসমাজ পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ, সুবর্ণভূমির বার্তা সম্পাদক মো. সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নুর ইসলাম, প্রেসক্লাব সদস্য এসএম সোহেল, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, ডিবিসি টেলিভিশনের যশোর প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, কালেরকন্ঠের ফিরোজ গাজী, দৈনিক স্পন্দনের বিল্লাল হোসেন, এটিএন বাংলার প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিৎ রায়, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা খাতুন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শেখ শহিদুল বারী রবু, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল¬ুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।