বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলার দূর্গাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাগুরু হাজী বাকিবিল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি দূর্গাপুর গ্রামের মরহুম গফুর মাষ্টারের বড় ছেলে এবং ঢাকা ৬ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের বড় ভাই। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
হাজী বাকিবিল্লাহ বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া দয়ারামপুর ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। একজন আদর্শবান শিক্ষক হিসেবে তিনি এলাকায় অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলি ছাত্র-ছাত্রীদের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাজী বাকিবিল্লাহ-র নামাজে জানাজা দূর্গাপুর স্কুল মাঠে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। এসময় বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন দয়ারামপুর পীর বাড়ীর পীর জাদা মাও: ঈমাদ উদ্দীন, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও : রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের যশোর জেলা সভাপতি মাও: অধ্যক্ষ নাজমুল হুদা লিয়াকত আলী, মাও: ফিরোজ হাসান, ডাক্টর আব্দুল মান্নান প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে হাজী বাকিবিল্লাহ কে দাফন কেরা হয়।