নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীল মেধা ও দেশ গড়ার স্বপ্নকে একটি প্ল্যাটফর্মে আনতে শুরু হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন “আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা”। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে আগামীর রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের আকাক্সক্ষাকে গুরুত্ব দিতেই এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার আয়োজক হলো বাংলাদেশ জাতয়িয়তাবাদী দল। আয়োজকদের মতে, এটি কেবল একটি ভিডিও প্রতিযোগিতা নয়; বরং এটি তরুণদের চোখে এক সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের নকশা তৈরির প্রয়াস। প্রতিযোগীরা ১ মিনিটের ছোট ভিডিওর মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমি যেমন দেশ চাই স্বপ্নগুলো ভিজ্যুয়ালি তুলে ধরবে। “সেরা ১০ জন পাচ্ছেন তারেক রহমানের সাথে সরাসরি আলোচনার সুযোগ: রিল-মেকিং প্রতিযোগিতায় দেশজুড়ে সাড়া” – মূল্যায়নে গুরুত্ব পাচ্ছে সৃজনশীলতা: প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কেবল সুন্দর বক্তব্য দিলেই হবে না; বরং ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও সৃজনশীলতার ওপর দেওয়া হয়েছে ৭০ শতাংশ গুরুত্ব। বাকি ৩০ শতাংশ গুরুত্ব দেওয়া হচ্ছে জনমত বা সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টের ওপর। এই প্রক্রিয়ার মাধ্যমে উঠে আসবে প্রকৃত মেধাবী ও সৃজনশীল স্টোরিটেলাররা। প্রতিযোগিতার অন্যতম বড় আকর্ষণ হলো সেরা ১০ জন বিজয়ী সরাসরি সুযোগ পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একান্ত আলাপচারিতার সুযোগ। সেখানে তারা তাদের প্রস্তাবিত দেশ গড়ার পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে উপস্থাপনের সুযোগ পাবেন। অংশগ্রহণের সময়সীমা: গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ ডিসেম্বর। অংশগ্রহণকারীদের তাদের তৈরি রিলটি ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং লিঙ্কি নির্দিষ্ট ফেসবুক ইভেন্টে শেয়ার করতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা ভিডিওগুলো বাংলাদেশের ভবিষ্যৎ নীতিনির্ধারণে এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।