মাসুম বিল্লাহ : শিক্ষাক্ষেত্রে সরকারের আর্থিক সহযোগিতা ও অনবদ্য অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক-শিক্ষার্থীদের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে যশোরে শিক্ষা সংলাপের ২৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের রেলরোড এলাকার শিক্ষা ফাউন্ডেশনের পাঠকক্ষে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ও সহকারী অধ্যাপক সরদার সেকেন্দার আলী। মূখ্য আলোচক হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা করেন অধ্যক্ষ ড. ইয়ামিনুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ফিরোজ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শান্তিরাম বিশ্বাস। সংলাপটি পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা ও গবেষক বিশ্বাস ওয়াহিদুজ্জামান। বক্তারা বলেন, নানা প্রতিকূলতা ও বাজেট ঘাটতির মধ্যেও সরকার শিক্ষাকে এগিয়ে নিতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষকদের আরও দ্বিগুণ আন্তরিকতা ও উৎসাহ নিয়ে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করা উচিত। উল্লেখ্য, শিক্ষা ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে কুষ্টিয়া, মাগুরা ও যশোর শহরে শিক্ষক, কর্মকর্তা ও সুধীজনদের অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা-সংক্রান্ত ইস্যু নিয়ে নিয়মিতভাবে শিক্ষা সংলাপ আয়োজন করে আসছে।