ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যাংকারকে মারপিটসহ তার বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সাহস ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক ব্যাংক কর্মকর্তা গৌতম ঢালী থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা যায়, গত দুই বছর আগে দিঘলিয়া মৌজায় ৩৫ শতক জমির ক্রয়সূত্রে মালিক হন গৌতম ঢালী। ওই জমি নিয়ে সেই থেকে প্রতিপক্ষ দিঘলিয়া গ্রামের সুব্রত মন্ডল, শংকর মন্ডল, পঙ্কজ মন্ডল, সৌরভ মন্ডল ও রামপ্রসাদ মন্ডলদের সাথে বিরোধ চলে আসছে। শুক্রবার খুব সকাল থেকে ওই জমিতে অনাধিকার প্রবেশ করে গায়ের জোরে চাষাবাদ করছিলো প্রতিপক্ষরা।
ভুক্তভোগী কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম ঢালী জানান, সকালে জমিতে যেয়ে তাদেরকে চাষাবাদ করতে নিষেধ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীলভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় মারপিটের শিকার হন তিনি। এরপর প্রাণের ভয়ে জমি থেকে নিজ বাড়িতে চলে আসেন। প্রতিপক্ষরা লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি-সোঁটা নিয়ে কিছুক্ষণের মধ্যে তার (গৌতম মন্ডলের) বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। গৌতম ঢালীর স্ত্রী মৌসুমি গোলদার জানান, স্বামীকে মারার জন্য ওরা ২০/২৫জন সংঘবদ্ধ হয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়েছে। মেইন ক্লবসিবল গেটে তালাবদ্ধ করে তাকে ঘরের ভিতরে না রাখলে মেরে ফেলতো! গৌতম ঘর থেকে বের না হওয়ায় জানালার থাই গ্লাস ভাঙচুর করে ক্ষতি সাধন করে। প্রতিবেশী তুষার কুমার মন্ডল জানিয়েছেন, সকালের পরিস্থিতি খুবই খারাপ অবস্থা ছিলো। গৌতমকে পেলে হামলাকারীরা ব্যাপক মারপিট করতো।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, কারো বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলার ঘটনা একটি গুরুতর অপরাধ। এ ঘটনার সাথে যারাই সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হবে।