Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আ.লীগ নেতা বিজু আটক

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ০৯:৩২:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুল কবীর বিজুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে তার বাসায় অবস্থান করছে। পুলিশের একটি অভিযানে তাকে আটক করা হয়। বিজুর বিরুদ্ধে শহরের লাল দীঘিস্থ বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।’
প্রসঙ্গত, রাজনীতিক পটপরিবর্তনের আগে যশোর জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত ছিলো। একটি পক্ষের নিয়ন্ত্রণ করতেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার অন্যটি স্থানীয় যশোর-৩ (সদর) সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ। লুৎফুল কবীর বিজু কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন। রাজনীতিক পটপরিবর্তনের পর বিজু আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দিতেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)