অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের মিতালী ক্রীড়া চক্রের মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
খুলনা ইসলামিয়া হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৌমিত্র কুমার অধিকারী দিনব্যাপী প্রায় দুই শতাধিক অসহায় ও স্বল্পআয়ের রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শামীম হোসেন, সাবেক সভাপতি নিবির হাসান জামিল, সহকারী শিক্ষক হানিফুর রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক এস এম কামরুজ্জামান, রাশেদ মোল্লা, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ সেবা দেয়া হয়।