ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেছেন, প্রশাসন দিয়ে সবকিছু পরিচালনা করা সম্ভব হলেও জনগণের হক রয়েছে জনপ্রতিনিধি নির্বাচন। এটিকে অর্থবহ করে তুলতে সব ধরনের অর্থ ও সুবিধাকে বিসর্জন দিয়ে সৎ ও নৈতিকতা সম্পন্ন প্রার্থীকে নির্বাচিত করতে পারলে তার সুফল জনগণই ভোগ করবে। বিগত দিনে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ার দেয়া হলেও সেটি বন্ধ হয়নি। সন্ত্রাস ও মাদক নির্মুল করতে হলে পারিবারিকভাবে নৈতিক শিক্ষা দিতে অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে।
রোববার বিকালে ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার ইছহাক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল্যা, উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি মোঃ শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, জুলাই যোদ্ধা কাজী নিরব হোসেন হৃদয়, মুজাহিদুর রহমান, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, কৃষি অফিসার আরিফ হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ্, প্রভাষক গৌতম কুমার কুন্ডু, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামান, দুদক সেক্রটারী সুব্রত কুমার বিশ্বাস, ইউআরওসি ইন্সটেক্টর গুলসান আরা, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন প্রমুখ।