ক্রীড়া প্রতিবেদক : গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোরের সকল স্তরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক দেশপ্রধান যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য বিশেষ মোনাযাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মুহাম্মদ সাথী, কাওসার আলী, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, মোস্তাক নাসির টনি, জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, মির্জা আখিরুজ্জামান সান্টু, মাহমুদ রিবন, সোহেল মাসুদ হাসান টিটো, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, কাজী জামাল, এজাজ উদ্দিন টিপু, রায়হান সিদ্দিকী প্রবাল প্রমুখ।