Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এখন সময়: সোমবার, ২২ ডিসেম্বর , ২০২৫, ০৪:৪৪:০২ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে আমিনুর ইসলাম সোহান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতের কোনো একসময় তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহান বাড়ি থেকে বের হন। পরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামের পূর্বপাড়ার একটি ঘরে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পরিবারের সদস্যদের খবর দেন।
পরিবারের দাবি, ঘটনার আগে তিনি মানসিকভাবে কিছুটা অস্থির ছিলেন এবং এর আগেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পেশায় তিনি ডিশ লাইনের টেকনিশিয়ান ও দুই সন্তানের জনক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা কিনা-ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)