Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে দুই কৃষকের ৭ গরু চুরি, একরাতে নিস্ব

এখন সময়: সোমবার, ২২ ডিসেম্বর , ২০২৫, ০৪:৪৪:৫৬ পিএম

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: এক রাতে দুই চাষির ৭টি গরু চুরি হয়ে গেছে কোটচাঁদপুরে। শনিবার গভীর রাতে উপজেলার সলেমানপুর উত্তরপাড়া ও কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। এতে দু’পরিবারে নেমে এসেছে হতাশার ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সলেমানপুর উত্তরপাড়া এলাকার গরু পালনকারী রমজান আলীর গোয়ালঘর থেকে ছোট–বড় মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রমজান আলী।

এদিকে, একই রাতে উপজেলার কাগমারী গ্রামের রবিন হালদারের ২টি গরু চুরি হয়। এতে তার প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

রমজান আলীর ছেলে সোহাগ হোসেন বলেন,“শনিবার রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের দিকে ঘুম ভেঙে গোয়ালে যাই। গিয়ে দেখি-গোয়ালে একটি গরুও নেই। পরিবারের সবাইকে নিয়ে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও কোনো সন্ধান পাইনি। তখনই বুঝতে পারি চোরেরা তুলে নিয়ে গেছে। আমাদের গোয়ালে বড় ৩টি গাভী ও ২টি বাছুর ছিল-একটিও রাখেনি। আমার ধারণা, চোরেরা পিকআপ ভ্যান নিয়ে এসে এই চুরির ঘটনা ঘটিয়েছে।”

এ বিষয়ে  এই রিপোর্ট লেখা পর্যন্ত,কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)